Logo
অক্টোবর ১২, ২০২৫, ১২:১৫ পি.এম || অক্টোবর ১০, ২০২৫

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

Featured Imageঅনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। বৃহস্পতিবার রাত পেরিয়ে শুক্রবার (১০ অক্টোবর) ভোরের ঠিক আগে ঘটে এই হামলা। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘পাকিস্তান অবজারভার’ জানিয়েছে, সূক্ষ্ম ও নির্ভুল এই হামলায় পাকিস্তান তেহরিক-ই-তালিবান (টিটিপি)-এর প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ টিটিপির কয়েকজন সহযোগীও হামলায় প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে টিটিপির সম্ভাব্য পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল। একটি সূত্র জানায়, নূর ওয়ালি মেসুদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও স্থানীয় সংবাদমাধ্যমগুলো এখনো তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে তিনি গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় নূর ওয়ালি গাড়িতে করে প্রকাশ্যে চলাচল করছিলেন। টিটিপি...

Read More..
Download News