জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আফসার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পরিবারের অভিযোগ ২০ দিনেও আসামি ধরতে পারেনি পুলিশ। রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া নামক স্থানে এ মানববন্ধন ও বিক্ষোভ করে স্থানীয়রা। মামলার বাদী নিহতের স্ত্রী সেতু বেগম জানান, ‘আমার স্বামীকে গত মাসের (১৬ সেপ্টেম্বর) রাতে বিল্লাল কাজির নেতৃত্বে একদল সন্ত্রাসী বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে। ২০ দিন পার হলেও পুলিশ এখনো আসামি ধরতে পারে নাই। আমরা তিনজনকে ধরিয়ে দিয়েছি। আমাদেরকে আসামিরা মামলা উঠিয়ে নিতে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। আমি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।’ এ বিষয়ে স্থানীয় সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জহুরুল হক মিঠু বলেন, ‘আমাদের নওপাড়া গ্রামটি শিক্ষিত ও ভদ্র গ্রাম...
Developed by BDITHOST