
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শিশু আফিয়ার যত দ্রুত সম্ভব ডিএনএ পরীক্ষার সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। ইতোমধ্যে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত আফিয়ার বাড়িতে গিয়েছেন। কার্যক্রমের অংশ হিসেবে আফিয়া ও তার মা মনিরা বেগম রোববার কোতোয়ালি থানায় উপস্থিত হন। আদালতের আদেশ নিয়ে দ্রুতই আফিয়ার ডিএনএ পরীক্ষা করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, আফিয়া যদি মোজাফফরের সন্তান হিসেবে প্রমাণিত হয়, তাহলে মিথ্যা অপবাদ, স্ত্রী ও সন্তানের প্রতি অবহেলা এবং পরিত্যাগের অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রোববার থানায় অবস্থানকালে আফিয়ার মা মনিরা বলেন, তিন বছরের শিশু আফিয়ার বাবা থাকতেও আজ নেই। আফিয়ার গায়ের রং শ্বেত হওয়ায় তাকে ছেড়ে চলে গেছে মোজাফফর।...
Developed by BDITHOST