
বিনোদন ডেস্ক : গত বছর ঠিক এই দিনে নায়িকার পায়ে চুমু এঁকে দিয়ে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন পরিচালক রামগোপাল বার্মা। আবারও সেই পুরোনো বিতর্ক উসকে দিলেন তিনি। তবে এবার আর পা নয়, হাত চাটতে চান পরিচালক। নতুন রঙে মজেছেন ‘রঙ্গিলা’ নির্মাতা! এভাবে বললেও খুব বেশি অত্যুক্তি হবে না। কেননা, ভয়-ডরহীন পোস্ট জারি রেখে নতুন বার্তাই দিচ্ছেন রামু। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন একটি ছবি পোস্ট করেছেন পরিচালক। সেখানে দেখা যাচ্ছে, এক নারীর হাত মুখে নিয়ে বসে আছেন তিনি। এ সময় আবেশে চোখ বুজে আসে তার। ডান হাতের কব্জিতে জড়ানো বেলি ফুলের মালা। ছবিতে ওই রহস্যময়ী নারীর হাতটাই দেওয়া। তাই বোঝার কোনো উপায় নেই কে এই নারী? শুধু একটি সুসজ্জিত হাত নিজের কাছে টেনে নিয়েছেন রামগোপাল। তাতেই মুখ ডুবিয়ে চুমু খেয়ে চলেছেন। আঙুলে...
Developed by BDITHOST