
অনলাইন ডেস্ক : আবারও বিতর্কে জড়ালেন নেইমার। ব্রাজিলের ঘরোয়া লিগের ম্যাচ চলাকালীন রেফারির একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এই তারকা। রেফারি তাকে হলুদ কার্ড দেখালে প্রতিবাদ জানান তিনি। ম্যাচের শেষে অভিযোগ করেন, রেফারি তাকে হুমকি দিয়ে হলুদ কার্ড দেখিয়েছেন। বার্সেলোনা-পিএসজির মতো বড় ক্লাবে খেলার পর এখন নেইমার খেলছেন ব্রাজিলের সান্তোসে। এই ক্লাব থেকেই উঠে এসেছিলেন তিনি। ফ্লামেঙ্গোর বিপক্ষে সর্বশেষ ম্যাচে এই ঘটনা ঘটে নেইমারের সঙ্গে। সেই ম্যাচে সান্তোস ২-৩ গোলে হেরেছে। অবনমনের সামনে রয়েছে নেইমারের ক্লাব। ম্যাচের ৩৬ মিনিটের সময় রেফারির একটি সিদ্ধান্তের বিরোধিতা করে রেফারির সঙ্গে তর্কে জড়ান নেইমার। কিছুক্ষণ পরই রেফারি হলুদ কার্ড দেখান ব্রাজিলের এই ফুটবলারকে। নেমারকে প্রচণ্ড ক্ষুব্ধ দেখাচ্ছিল। তাকে শান্ত করেন দলের কোচ। ম্যাচের পর নেইমার বলেন, 'রেফারি খুবই খারাপ। সম্মান জানিয়েই বলছি, উনি খুব...
Developed by BDITHOST