অনলাইন ডেস্ক : সিনেমায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সমান তালে সামলে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়, সংসার, মাতৃত্ব সব দায়িত্বেই তিনি এককথায় অনন্যা। সোমবার স্বামী সঞ্জয় চক্রবর্তীর জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা। বরের সঙ্গে একগুচ্ছ মন ভালো করা ছবিও ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আপনি কি জানেন, কীভাবে শুরু হয়েছিল ঋতুপর্ণা আর সঞ্জয়ের দীর্ঘদিনের প্রেমকাহিনি? ছোটবেলা থেকেই একে অপরের পরিচিত ঋতুপর্ণা ও সঞ্জয়। দীর্ঘদিনের সেই বন্ধুত্বই মোড় নেয় ভালোবাসায়, আর পরিণতি পায় ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর। সেই থেকে তাদের পথচলার বয়স পেরিয়ে গেল ২৬ বছর। ঋতুপর্ণা নিজেই একাধিক সাক্ষাৎকারে ফাঁস করেছেন তাদের এই মিষ্টি প্রেমের গল্প। অভিনেত্রীর কথায়, ‘তখন আমি সপ্তম শ্রেণির। ও ক্লাস টেনে পড়ে। তখন থেকে আমাদের বাড়িতে যাওয়া-আসা। বরাবরের গুরুগম্ভীর, পড়াশোনায় ভালো...