
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ‘পঁয়ত্রিশ হাজার পরিবারের লাখো মানুষের চোখের পানি মূল্যহীন? আমাদের প্রতি দয়ামায়া হয় না? এতগুলো মানুষের ১০৫ কোটি টাকা আত্মসাৎ করে যারা বসে আছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে না? আমরা কোথায় যাব? কার কাছে গেলে আমানতের টাকা ফেরত পাব? এই টাকার জন্য এখন সংসার হারাতে বসেছি। এতগুলো মানুষ সবাই মিলে আমরা আত্মহত্যা করলে কি আপনাদের টনক নড়বে?’ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলছিলেন সদর উপজেলার বাসুদেবপুর এলাকার গৃহবধূ খালেদা খাতুন। খালেদা খাতুনসহ চাঁপাইনবাবগঞ্জের এনজিও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থায় থাকা ৩৫ হাজার গ্রাহকের আমানতের ১০৫ কোটি টাকা ফেরতের দাবিতে সমবেত হয়েছিলেন ৭ শতাধিক গ্রাহক। এ সময় গ্রাহকেরা এনজিওর টাকা /আত্মসাৎকারীদের বিরুদ্ধে করা কয়েকটি মামলার আসামিদের গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবি জানান।...
Developed by BDITHOST