অনলাইন ডেস্ক : আসছে ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনীক দত্ত পরিচালিত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। আর এই ছবির মাধ্যমেই টলিউডে পা রাখছেন বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা। ছবিতে তিনি বাংলাদেশি এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় পাড়ি জমায়। টলিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জির বিপরীতে অভিনয় করেছেন তিনি।
প্রথম টলিউড সিনেমার মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত নওশাবা। যদিও তিনি প্রচারণায় অংশ নিতে পারছেন না, তবুও তার মন পড়ে আছে কলকাতায়। সম্প্রতি কলকাতার আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার অনুভূতি প্রকাশ করেন।
যখন নওশাবাকে প্রশ্ন করা হয়, কলকাতার রাস্তায় আবীর চ্যাটার্জির সঙ্গে তার পোস্টারে সয়লাব, তখন তার কেমন লাগছে? জবাবে নওশাবা বলেন, ‘আসলে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন সত্যি হচ্ছে। যদিও আমি সেখানে উপস্থিত নেই, কিন্তু মনে হচ্ছে, কলকাতার অলিতে-গলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।’
নওশাবা আরও বলেন, ‘ছোটবেলায় তো সর্দি-কাশি হলে তুলসী পাতা খেতাম। আমার দাদুর বাড়িতে তুলসী গাছ ছিল। এখন দেখি এসব নিয়ে কত কথা হয়। পুরাতন ঢাকায় কিন্তু দুর্গাপূজা আসছে মানে, ২৩ তারিখ থেকে সব বন্ধ হয়ে যায়।’
ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে নির্মিত এই ছবিটির প্রযোজক প্রবাল হালদার ও ফিরদৌসল হাসান। সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। শারদীয় দুর্গোৎসবের সময়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে, আর ইতোমধ্যেই কলকাতায় শুরু হয়েছে এর প্রচার-প্রচারণা। শহরের বিভিন্ন জায়গায় ছেয়ে গেছে ছবির পোস্টারে। প্রকাশ পেয়েছে টিজার ও ট্রেলারও।