
স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিদেশিরা তাদের (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করেনি। নিরপেক্ষ সরকার সমর্থন করেনি। বিদেশিরা চায় দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। আমরাও দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি। আজ শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি মনোমোহিনী হাই স্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য মন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৫ শতাংশ। স্বাধীনতার ৫২ বছর অতিক্রান্ত হয়েছে, আমরা বঙ্গবন্ধুর সেই রেকর্ড অর্থনৈতিক প্রবৃদ্ধি আজ পর্যন্ত অর্জন করতে পারিনি। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে সাড়ে ৯ শতাংশ বা ডাবল ডিজিট অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকতো এবং...
Developed by BDITHOST