স্টাফ রিপোর্টার : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘ছোট থাকতে আমরা প্রাইমারি স্কুলে শিখেছিলাম, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন আমাদের মনে হচ্ছে জাতির মেরুদণ্ড নাই অথবা ভেঙ্গে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যাবস্থায় প্রথম গলদ হচ্ছে আমরা আমাদের ছেলে-মেয়েরা যেটা পছন্দ করে ওইটাতে আমরা তাদেরকে পড়তে দেই না। দ্বিতীয়ত, আমাদের সিস্টেমে শিক্ষাটা এখন ব্যবসায় পরিণত হয়েছে।’ শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ)। শামা ওবায়েদ বলেন, ‘বিএনপির শিক্ষা ও গবেষণা নিয়ে আলাদা চিন্তাভাবনা আছে। আমরা আমাদের ৩১ দফার ২৫ নম্বরে খুব পরিষ্কারভাবে শিক্ষা ব্যবস্থার কথা বলেছি। আমরা জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে জিডিপির...