
অনলাইন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘তাকদীর’ নামক ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন। এরপর দর্শকমহলে নিজের অভিনয় দক্ষতার কারণে বেশ প্রশংসিত হয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। সম্প্রতি এক পোস্টে জানান, আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়? পোস্টে সাদিয়া লিখেছেন, ‘আমার অনেক গুলো সুন্দর সুন্দর ছবি, ভিডিওস জমে গিয়েছে ফেব্রুয়ারি মাস থেকে। পোস্ট করবো করবো করে করাই হলো না! এখন আর ইচ্ছাও করছে না সেগুলো পোস্ট করতে।’ আমার বয়স বেশি না উল্লেখ করে তিনি বলেন, ‘একটা ছবি কিংবা ভিডিওর পেছনে কত এফোর্ট দিতে হয়! ছবি সিলেক্ট, এডিট, এরপর গান সিলেক্ট করা! এখন এগুলো অনেক প্রেসার লাগে। নাহ আমার বয়সও তো বেশি না, তবুও এমন কেন হয়? আচ্ছা, এমনটা কি...
Developed by BDITHOST