নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সন্ধ্যা ৬:১৩। ৪ নভেম্বর, ২০২৫।

আমার মনোনয়ন আপাতত ‌‘অন হোল্ড’ : রুমিন ফারহানা

নভেম্বর ৪, ২০২৫ ১:৩৩
Link Copied!

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে সেই তালিকায় নেই দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম। এ বিষয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি।

সোমবার (৩ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে দলীয় মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করেন রুমিন ফারহানা।

তিনি বলেন, আমার মনোনয়ন আপাতত অন হোল্ড অবস্থায় আছে। বিএনপির দীর্ঘদিনের সহযোগী কয়েকটি দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণে এখনো ৬৩টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও আলোচনা চলছে।

রুমিন ফারহানা আরও বলেন, গত ১২-১৫ বছর ধরে সুখে-দুঃখে যারা বিএনপির পাশে ছিল, তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে। তাই কিছু আসন ঝুলে আছে। দল এমন প্রার্থী খুঁজছে যিনি জয়ের সম্ভাবনা রাখেন সেই বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

দলের কিছু কর্মী মনোনয়ন না পেয়ে রাস্তায় বিক্ষোভ বা টায়ার পুড়িয়ে প্রতিবাদ করছেন এ বিষয়ে রুমিন বলেন, বড় দলে প্রার্থীর সংখ্যা বেশি থাকে। অনেক আসনে ১০-১২ জন করে মনোনয়ন প্রত্যাশী থাকায় সবার মনোনয়ন দেওয়া সম্ভব নয়। কর্মীদের আবেগকে সম্মান জানাতে হবে, তবে এটি দীর্ঘস্থায়ী হবে না।

বিএনপির মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন এবং মনোনয়ন বণ্টনের প্রক্রিয়া সম্পর্কে সবাইকে অবহিত করেছেন। ঘোষিত তালিকাটি এখনো প্রাথমিক, সময়ের সঙ্গে পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন।

রুমিন ফারহানা আরও জানান, কিছু আসনে নির্বাচন কমিশনের আইনি জটিলতা থাকার কারণে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। তিনি বাগেরহাট-২ আসনকে এর উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, এ আসনে একজন নিশ্চিত প্রার্থীর নাম কমিশনের দ্বন্দ্বের কারণে আটকে আছে।

নারী প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, যদি বিএনপি নারী মনোনয়নের হার ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারীর নাম যুক্ত হবে বলে আমি আশাবাদী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।