নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ১১:৫৭। ২৯ মে, ২০২৫।

আমিরাতের সঙ্গে করা ভুলগুলো করতে চান না বাংলাদেশ অধিনায়ক

মে ২৮, ২০২৫ ৩:৩৩
Link Copied!

অনলাইন ডেস্ক : সময়টা খুব একটা অনুকূলে নেই বাংলাদেশ দলের জন্য। চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবি, ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে টেস্ট হার। এরপর সবশেষ আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। আর সেই সিরিজ হারের পর তীব্র সমালোচনার বিষে বিদ্ধ হচ্ছে বাংলাদেশ দল।

তবে সে সব ভুলে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। বুধবার (২৮ মে) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের সিরিজ। বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও এই সিরিজ থেকেই সামনের দিকে তাকাচ্ছেন।

আরও পড়ুনঃ  ট্রাম্পের শুল্ক নীতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি : আনোয়ার ইব্রাহিম

গতকাল লাহোরে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘(আমিরাতের কাছে হারার পর) আলোচনা সমালোচনা হবেই। এটা অনেক লম্বা জিনিস। সবারই চেষ্টা থাকে আমরা যেন ভালো ক্রিকেটটা খেলি। আমরা আগে যে ভুলগুলো করেছি সেগুলো যেন এখানে রিপিট না হয় সেই চেষ্টা থাকবে।’

আরও পড়ুনঃ  আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

বাংলাদেশ অধিনায়কের ভাষ্য, ‘দল অনেক ব্যালান্স। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। উন্নতি করতে পারছি কিনা, কীভাবে খেলছি সেটা বড় জিনিস। প্রসেস মেইনটেইন করতে পারছি কিনা সেটা বেশি গুরুত্বপূর্ণ।’

উন্নতির তাগিদ দিয়ে পরে লিটন বলেন, ‘দেখেন অবশ্যই ধারাবাহিক হলে হয়ত আমরা টপ টিম থাকতাম। যেহেতু আমরা একটু পেছনের টিম তার মানে কিছু ল্যাকিংস আছে। সেটা নিয়েই কাজ করছি কীভাবে ধারাবাহিক হওয়া যায়। ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল, ইউএইতে একরকম, এখানে আবার আরেকরকম। অই চ্যালেঞ্জগুলা কীভাবে নিচ্ছি, দল হিসেবে কীভাবে পারফর্ম করছি সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।