নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৯:৪২। ১২ ডিসেম্বর, ২০২৫।

আমেরিকায় উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে রুয়েটে সেমিনার

ডিসেম্বর ৮, ২০২৫ ১০:১৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘আমেরিকায় উচ্চশিক্ষার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কনফারেন্স রুমে এই সেমিনারের আয়োজন করা হয়। রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং রুয়েট ক্যারিয়ার ফোরামের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী। সেমিনারে এডুকেশন ইউএসএ ও রাজশাহীতে অবস্থিত আমেরিকান কর্ণারের প্রতিনিধিরা প্রেজেন্টেশন প্রদর্শন করেন এবং শিক্ষার্থীদের জন্য মূল্যবান দিক-নির্দেশনা দেন।

এ সময় আমেরিকায় উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা, ভিসা আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। এ সময় জানানো হয় যে, বর্তমানে ২০ হাজার ১৫৬ জন বাংলাদেশি আমেরিকায় উচ্চশিক্ষার জন্য অবস্থান করছেন। দি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্রুত বর্ধনশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে নবম।

আরও পড়ুনঃ  বাগমারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

এর আগে এডুকেশন ইউএসএ ও আমেরিকান কর্ণারের প্রতিনিধিরা রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ও সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী।

আরও পড়ুনঃ  ‘কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চাই না’

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।