
স্টাফ রিপোর্টার : দেশে প্রতিবছরই বাড়ছে আমের বাগান ও উৎপাদনের পরিমাণ। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে কয়েক বছর ধরে রপ্তানিও হচ্ছে। গত দুই দশকে রাজশাহী অঞ্চলের চার জেলায় আমবাগানের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। আম হয়ে উঠেছে লাভজনক বাণিজ্যিক কৃষিপণ্য। উদ্ভাবিত উন্নত জাত ছাড়াও অনুকূল মাটি ও জলবায়ুর কারণে রাজশাহী অঞ্চলের জেলাগুলোয় আমবাগান বেড়ে দ্বিগুণ হয়েছে। আমকেন্দ্রিক কর্মকাণ্ডে অঞ্চলজুড়ে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. আজিজুর রহমানের মতে, সারা বছরই আমবাগানকেন্দ্রিক কর্মকাণ্ড চলমান থাকলেও বছরের এ মৌসুম, বিশেষ করে মে থেকে আগস্ট-চার মাস রাজশাহী অঞ্চলে আমকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য বিরাজ করে। চলতি মৌসুমে রাজশাহীসহ অঞ্চলের চার জেলায় ১২ লাখ ৫৫ হাজার মেট্রিক টন আম ফলনের লক্ষ্যমাত্রা রয়েছে। এর বাণিজ্য মূল্য প্রায় ৭ হাজার কোটি টাকা। গাছ...
Developed by BDITHOST