
বাঘা প্রতিনিধি: মোটা পলিথিন ও পেপারে মোড়ানো মৌসুমি আমে ঠাসা ঝুড়ি-কার্টন। কুরিয়ারে পাঠানো হবে দেশের বিভিন্ন স্থানে। অনলাইনভিত্তিক বেচাকেনাও বেড়েছে। উপহার কিংবা আত্মীয়স্বজনের বাসায় আম পাঠানোর এ পদ্ধতিতে এখন জমজমাট রাজশাহীর বাঘা উপজেলা। আম পরিবহনে যুক্ত হয়েছে উপজেলার অন্তত ১০টি কুরিয়ার সার্ভিস। মৌসুম শুরুর পর দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন হাজার মণ আম যাচ্ছে এ সার্ভিসের মাধ্যমে। বেশিরভাগই অনলাইনে অর্ডার নেওয়া। এ কারণে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভিড় থাকছে কুরিয়ার সার্ভিসগুলোতে। সার্ভিস চার্জ হিসেবে সুন্দরবন ঢাকাসহ উত্তরবঙ্গের মধ্যে কেজিপ্রতি ১২ টাকা আর অন্য জেলায় প্রতি কেজি ১৬ টাকা করে নিচ্ছে। সওদাগর কুরিয়ার সার্ভিস ঢাকাসহ উত্তরবঙ্গের মধ্যে নিচ্ছে কেজি প্রতি ১১ টাকা আর ঢাকার বাইরে প্রতি কেজি ১৩ টাকা করে। ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেক তরুণ উদ্যোক্তা আম বিক্রি...
Developed by BDITHOST