
স্টাফ রিপোর্টার: রাজশাহী থেকে গত ২৬ আগস্ট প্রথমবারের মতো আম রফতানি হয়েছে ইউরোপ এবং উত্তর এশিয়ায় অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ায়। ২০০ কেজি গৌরমতি, ১০০ কেজি কাটিমনসহ মোট ৩০০ কেজি আম এয়ার আরাবিয়ার জি৯-৫১৭ ফ্লাইটে করে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। তিন বছরের প্রচেষ্টার পর একটি কোম্পানি এই আম রফতানি করে। এভাবে প্রতিবছরই সম্ভাবনাময় আম রফতানিতে যোগ হচ্ছে নতুন নতুন দেশ। রাজশাহী অঞ্চলে গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে আম রফতানি হয়েছে এবার। রফতানির মাধ্যমে আমের অর্থনীতিতে বড় পরিবর্তন আসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতর। আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, রাজশাহী অঞ্চলের চার জেলায় (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর) চলতি অর্থবছরে আম উৎপাদন হয়েছে প্রায় সাড়ে ১১ লাখ মেট্রিক টন। যেখানে মোট বাণিজ্যের আশা সাড়ে ৭ হাজার কোটি টাকা। আর বিদেশে...
Developed by BDITHOST