
অনলাইন ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি। প্রথম ওয়ানডের একাদশ থেকে একটি পরিবর্তন করেছে বাংলাদেশ। বিশ্রাম দেয়া হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানকে। তার পরিবর্তে একাদশে আরেক পেসার হাসান মাহমুদ। আয়ারল্যান্ড একাদশেও একটি পরিবর্তন হয়েছে। গ্যারেথ ডেলানির জায়গায় এ ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে ম্যাথিউ হামফ্রেসের। সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ১৮৩ রানে হারায় বাংলাদেশ। এখন পর্যন্ত ১১ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে আটটি জিতেছে বাংলাদেশ এবং মাত্র দু’টিতে জয় পায় আয়ারল্যান্ড। বাকী ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, ইয়াসির আলি, তৌহিদ...
Developed by BDITHOST