নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১০:৩৬। ২০ আগস্ট, ২০২৫।

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা

আগস্ট ২০, ২০২৫ ৭:২২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে আরএমপি সদর দফতরের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার এডিসি (মিডিয়া) মো: গাজিউর রহমান, পিপিএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২০ আগস্ট) সকালে আরএমপি সদর দফতরের কনফারেন্স রুমে সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ উপ-পুলিশ কমিশনার এডিসি (মিডিয়া) মো: গাজিউর রহমান, পিপিএম।

সভায় মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। কমিশনার মহোদয় কিশোর অপরাধ, মাদক উদ্ধার অভিযান, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন নিয়ে গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনে সাবেক সমন্বয়কের স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা

সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানায়,সভায় জুলাই ২০২৫-এর অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে আগস্ট মাসে গৃহীত পদক্ষেপসমূহের কার্যকারিতা মূল্যায়ন করা হয় এবং পরবর্তী সময়ের জন্য বাস্তবভিত্তিক, কার্যকর কৌশল নির্ধারণ করা হয়। এসময় পুলিশ কমিশনার মহোদয় মে ২০২৫ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে প্রথম এসআই (নি:) ছাদেকুর রহমান ও প্রথম এএসআই (নি:) আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়াও ১০ জন পুলিশ অফিসার যথাক্রমে টিএসআই আজাদুল ইসলাম, সার্জেন্ট সোহেল হাসান শান্ত, এসআই (নি:) আব্দুল করিম, এসআই (নি:) শাহ্ আলম, এসআই (নি:) আব্দুল হাকিম সরকার, এসআই (নি:) মোস্তাক আহম্মেদ, এসআই (নি:) ফারুক আহমেদ, এসআই (নি:) সাহাবউদ্দীন-আল-ফারুক, এসআই (নি:) জাকির হোসাইন এবং এসআই (নি:) মিজানুর রহমানকে তাদের পারফরমেন্স এর ভিত্তিতে অর্থ পুরস্কারে পুরুস্কৃত করা হয়।

আরও পড়ুনঃ  পাকিস্তানে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।