
স্টাফ রিপোর্টার : রবিবার ২৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে আগস্ট ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় নগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। পুলিশ কমিশনার বিশেষভাবে শারদীয় দুর্গা পূজা নিরাপদ ও নিবিঘ্ন করতে আরএমপির পক্ষ হতে গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। সভায় আগস্ট মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করা হয় এবং গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা মূল্যায়ন শেষে পরবর্তী সময়ের জন্য বাস্তবভিত্তিক ও কার্যকর কৌশল নির্ধারণ করা হয়। এই সময়ে পুলিশ কমিশনার জুলাই ২০২৫ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য এসআই (নি:) হেদায়েত উল্লাহ, বোয়ালিয়া মডেল থানা; সার্জেন্ট মো: আব্দুল্লাহ আল মাহমুদ, ট্রাফিক বিভাগ; এএসআই (নি:) মো:...
Developed by BDITHOST