নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। ভোর ৫:৪৫। ১৬ জুলাই, ২০২৫।

আরএমপির মুখপাত্র হলেন গাজিউর রহমান

জুলাই ১৫, ২০২৫ ৯:৪৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ সুপার গাজিউর রহমান। তিনি আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি-সদর) হিসেবে কর্মরত। মঙ্গলবার তিনি আরএমপির মিডিয়া শাখার অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে ত্রুটি সংশোধনে ১৫ দিন সময় দিয়ে ইসির চিঠি

এর আগে তিনি বগুড়া জেলা পুলিশ ও নওগাঁ জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র হিসেবে প্রায় ৮ বছর দায়িত্ব পালন করেছেন। পুলিশের এই চৌকষ কর্মকর্তা ২০১১ সালে ২৯তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগ দেন।

আরও পড়ুনঃ  গণতন্ত্র ব্যর্থ, আধুনিক সভ্যতা ভেঙে পড়েছে— ১০০তম জন্মদিনে বললেন মাহাথির

আরএমপির মিডিয়া শাখার দায়িত্ব পালনে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করে গাজিউর রহমান বলেছেন, “আমার বিশ্বাস আপনাদের সহযোগিতায় আমি পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও দৃঢ় করতে সক্ষম হবো।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।