
স্টাফ রিপোর্টার:রাজশাহী মহানগরীর পবা ও কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামিরা হলেন মিষ্টার সুজন (২০), মেহেদী হাসান (২৪), শফিকুল ইসলাম (৪০) ও রাকিবুল ইসলাম রাজু (৩১)। মিষ্টার সুজন রাজশাহী জেলার বাগমারা থানার সৈয়দপুরের আ: সামাদের ছেলে, মেহেদী হাসান একই থানার মাধাইমুড়ি গ্রামের মামুন কাজীর ছেলে, শফিকুল ইসলাম মির্জাপুর বিরহীর মৃত ফরিদ সরদারের ছেলে ও রাকিবুল ইসলাম রাজু রাজশাহী মহানগরীর গোলজারবাগ গুড়িপাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো:...
Developed by BDITHOST