নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। বিকাল ৪:০৩। ৬ নভেম্বর, ২০২৫।

আরএমপি পুলিশ:চার অপরাধ বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

জুন ১৪, ২০২৩ ১১:৪৫
Link Copied!

স্টাফ রিপোর্টার: শহরের চার অপরাধ বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। বুধবার সকালে আরএমপির সদর দপ্তরে অপরাধ বিভাগগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির কমিশনার আনিসুর রহমান। তিনি আরএমপির চারটি অপরাধ বিভাগ-বোয়ালিয়া, মতিহার, শাহমখদুম, কাশিয়াডাঙ্গার সঙ্গে ২০২৩-২০১৪ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করেন।

অপরাধ বিভাগগুলোর পক্ষে স্বাক্ষর করেন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) নূর আলম সিদ্দিকী এবং উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভুষন ব্যানার্জী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।