
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র তোলার ছড়াছড়ি লেগে গেছে। ৩০ টি ওয়ার্ড থেকে এবার অসংখ্য কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র উত্তোলন করছেন। বলা যায়, সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ততই বাড়ছে। শুধু কাউন্সিলর প্রার্থী নয়, মেয়র পদেও মনোনয়নপত্র তুলতে শুরু করেছেন প্রার্থীরা। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত মেয়র পদসহ কাউন্সিলর পদে মনোনয়নপত্র উঠেছে। এদিন মেয়র পদে তিনজনসহ সাধারণ কাউন্সিলর পদে ১৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরমধ্যে অনেকেই মনোনয়নপত্র উত্তোলনের পর জমাও দিয়েছেন। তবে জমা দেয়ার চেয়ে বেশি উঠছে মনোনয়নপত্র। বিষয়টি নিশ্চিত করেছেন রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন। তিনি জানান, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে...
Developed by BDITHOST