স্টাফ রিপোর্টার : রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
এ উপলক্ষে রোববার রাতে রাজশাহীর অলোকার মোড়ে অবস্থিত মাস্টারশেফ রেস্তোরাঁয় এক সৌজন্য বৈঠকের আয়োজন করা হয়। এ সময় মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন আরটিজেএর নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন আরটিজেএর নবনির্বাচিত সভাপতি এনটিভির বিশেষ প্রতিনিধি শ. ম. সাজু, সাধারণ সম্পাদক ইন্ডিপেনডেন্ট টিভির ব্যুরো প্রধান রাসেল মুস্তাফিজসহ ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মতবিনিময়কালে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং সংবাদকর্মীদের দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে আরও উৎসাহিত করেন। এ সময় তিনি তার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নেন।
সৌজন্য বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরন্য কুসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহে নিজের আন্তরিকতার কথা জানান।
বৈঠকে আরটিজেএর সহ-সভাপতি আবদুল জাবিদ অপু, কোষাধ্যক্ষ আবরার শাঈরসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
