
অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের আরব উপদ্বীপের হৃদস্পন্দন সৌদি আরবের রাজধানী রিয়াদ বিশ্বে এখন আভিজাত্যের নতুন উদাহরণ। শহরটির আধুনিকতা মিশেছে লোহিত সাগরের শান্ত ও মোহনীয় সৌন্দর্যের সঙ্গে। বিলাসবহুল নগরীর চোখ ধাঁধানো স্থাপত্য থেকে শুরু করে সমুদ্রতীরের নিরিবিলি অবসর—সৌদি আরব এখন একসঙ্গে আভিজাত্য, উদ্ভাবন এবং আরবীয় আতিথেয়তার এক অসাধারণ প্রতিচ্ছবি। বাংলাদেশের যেসব ভ্রমণপিপাসু রয়েছেনে তাদের জন্য রিয়াদ হতে পারে অনন্য স্থান। রিয়াদ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি উৎসবমুখর ও ভিন্ন প্রাণচাঞ্চল্যে ভরপুর। আপনি শহরটির যেখানেই যান না কেন, চারপাশের সবকিছুই আপনার প্রাণ ছুঁয়ে যাবে। আর যারা ধর্ম নিয়েও ভাবছেন তারা রিয়াদ ঘুরে দেখার আগে বা পরে ওমরাহ করতে মক্কায় যেতে পারবেন। এতে করে ওমরাহ পালনও হলো আবার রিয়াদের সৌন্দর্য্যও দেখা হলো। এমন সুযোগ পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। সবচেয়ে...
Developed by BDITHOST