
স্টাফ রিপোর্টার : রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) এর ২০২৫-২৬ সালের নতুন সহযোগী সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়েছে। আজ রোববার (১৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে কলেজের হাজী মুহম্মদ মহসীন ভবনের ১৭নং গ্যালারি রুমে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনটির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর নতুন সহযোগীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরসিআরইউ’র সভাপতি আবু সাঈদ রনি। ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী । সৃজনশীল সাংবাদিক সংগঠন আরসিআরইউ'র নবীনদের স্বাগত জানিয়ে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজে ঘটে যাওয়া সকল বিষয় সাংবাদিকদের মাধ্যমে আমাদের দৃষ্টিতে আসে।...
Developed by BDITHOST