
অনলাইন ডেস্ক : আর কী চাই লিওনেল মেসির? ২০২২ কাতার বিশ্বকাপ জিতে পেশাদার ক্যারিয়ারের ষোলোকলাই তো পূর্ণ করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে মানুষের চাওয়ার যে শেষ নেই, সামর্থ্যের শতভাগ কাজে লাগিয়ে চাহিদা পূরণের চেষ্টাটাই করতে চান মেসিও। তার সামনে এবার কুইজের মতো কিছু প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল। বিশ্বকাপ নাকি ব্যালন ডি’অর, কোচ নাকি ক্লাবের মালিক, গোলরক্ষক নাকি ডিফেন্ডার– এমন কিছু মজার প্রশ্নের উত্তর দিয়েছেন মেসি। বৈশ্বিক অনলাইন ফুটবল কমিউনিটি ৪৩৩–এর এক কুইজে এক কথায় প্রকাশের মতো করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। তার কাছে জানতে চাওয়া হয় আর্জেন্টিনার হয়ে আরেকটি বিশ্বকাপ নাকি ব্যালন ডি’র, কোনটি জিততে চান? মেসি নির্দ্বিধায় সেই প্রশ্নের জবাব দিয়েছেন, ‘আরেকটি বিশ্বকাপ।’ ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া ব্যালন ডি’অর ব্যক্তিগত পুরস্কারের হিসাবে সবচেয়ে মর্যাদাপূর্ণ খেতাবের...
Developed by BDITHOST