
স্পোর্টস ডেস্ক : নারী ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ খেলতে নেমেছিল আর্জেন্টিনা নারী দল। সেখানে শেষের গোলে হেরেছে তারা। তবে দুর্দান্ত এক শুরু করেছে তাদের চিরপ্রতিপক্ষ ব্রাজিল নারী দল। আরি বোর্হেসের হ্যাটট্রিকে পানামে রীতিমতো বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা পেয়েছে ব্রাজিল। সোমবার অস্ট্রেলিয়ার হিন্ডমার্শ স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। যেখানে পানামার জালে ৪ গোল দিয়ে বড় জয়ে পেয়েছে সেলেসাওরা। পানামার বিপক্ষে পুরো ম্যাচে ছিল সেলেসাওদের আধিপত্য। ৭৪ শতাংশ বল দখলে রেখে গোলের উদ্দেশে ৩২টি শট নেয় তারা। যার মধ্যে ১০টিই ছিল গোলমুখে। বিপরীতে পানামার নেয়া ৬ শটের ২টি ছিল গোলমুখে। তবে তারা একটি বলও জালে জড়াতে পারেনি। ব্রাজিল নিজেদের প্রথম সাফল্য পায় ম্যাচ শুরুর ১৯ মিনিটেই। বাঁ প্রান্ত থেকে দেবিনহার ক্রস ছয় গজ বক্সের ভেতর থেকে হেডের...
Developed by BDITHOST