
সংবাদ বজ্ঞিপ্তি : ভারতের কোলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে গত ২৯,৩০ জুলাই ২০২৩ অনুষ্ঠিত হয় ৭ম আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়াশীপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ। বাংলাদেশ কারাতে ফেডারেশর এর সাধারন সম্পাদক জনাব ক্য শৈ হ্লা’র নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়দের সমন্বয় করে বাংলাদেশ কারাতে ফেডারেশনের মাধ্যমে ৩১ সদস্যের একটি টিম চ্যাম্পিয়ানশীপে অংশ নেয়। চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশ ৯টি স্বর্ণ,৬টি রৌপ্য ও ১০টি তাম্রসহ ২৫টি পদক অর্জন করে। উপস্থিত ছিলেন মো: ইকবাল হোসেন খোকন সহ-সভাপতি বাংলাদেশ কারাতে ফেডারেশন। ভারতের কোলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে হানশি প্রেমজিৎ সেনের অধীনে সবচেয়ে বড় কারাতে ইভেন্ট ৭ম আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়াশীপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ জমকালো অনুষ্ঠানের মধ্যেদিয়ে অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া সেশিনকাই শিতো-রিউ কারাতে-দো ফেডারেশনের আয়োজনে এই ইভেন্টে প্রায় ৬০০০ খেলোয়াড় অংশ নেয়। যেখানে বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল, ভুটান, ইরান, সৌদি আরব এবং...
Developed by BDITHOST