
লালপুর প্রতিনিধি: আর স্কুলে যাবে না শিশু মাইশা খাতুন (৯)। আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে অটো ভ্যানের চাপায় মারা গেছে সে। নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর (কবিরাজপাড়া) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে নবীনগর (কবিরাজপাড়া) গ্রামের মো. মোবারক হোসেনের মেয়ে ও নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর (কবিরাজপাড়া) নামক স্থানে বাড়ির সামনে লালপুর-ঈশ্বরদী রাস্তা পার হয়ে স্কুলে যাওয়ার পথে শিশু মাইশা খাতুনকে একটি অটো ভ্যান ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। এরপর ভ্যানটি তার পেটের ওপর চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে...
Developed by BDITHOST