
হাফিজুর রহমান হাফিজ, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীর পৌর এলাকার আলোচিত রিকশাচালক মামুন হত্যাকান্ডের ৪ জন আসামী গ্রেফতার হয়েছে। এই হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার প্রধান আসামী ঈশ্বরদী থানার শৈলপাড়া গ্রামের মৃত নুর উদ্দিন এর ছেলে আনোয়ার হোসেন (৩৫), আনোয়ারের বড় ভাই পৌর কাউন্সিলর কামাল হোসেন একই গ্রামের-মোঃ আকরাম হোসেনের ছেলে ইব্রাহিম (২৬) ও শহিদুল ইসলামের ছেলে সাকিবুর ইসলাম সাকিব (১৭)। শনিবার পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুন্সি বিষয় গুলো জানান। তিনি বলেন, আনোয়ারকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ এবং তার দেওয়া তথ্য ও দেখানো মতে ঈশ্বরদী থানাধীন শৈলপাড়া (বার কোয়ার্টাস) এলাকা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল (৭.৬৫ এমএম) এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘটনা সংক্রান্তে...
Developed by BDITHOST