
ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার পুরোনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ছবিতে দেখা যায়, তামান্নার বাঁ হাতের আঙুলে শোভা পাচ্ছে বড় আকৃতির একটি হীরার আংটি, যা নিয়ে অন্তর্জালে শুরু হয় জোর চর্চা। পিংকভিলা জানায়, তামান্নার সংগ্রহে নানারকম হীরার আংটি রয়েছে। বিস্ময়কর তথ্য হলো— বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরার মালিকও তামান্না! জমকালো একটি আংটিতে সেটি বসানো হয়েছে। হীরাটির আকার, ওজন এ আংটিতে আলাদা মাত্রা যোগ করেছে। এর মূল্য ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার বেশি)। বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরার মালিক তামান্না— এ খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি আরো বেশি চর্চায় পরিণত হয়। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন তামান্না ভাটিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে হীরার আংটি পরা ছবিটি শেয়ার করে তামান্না লিখেছেন, ‘একটি ফটোশুটের জন্য এটি পরেছিলাম।...
Developed by BDITHOST