
ওমর ফারুক কুতুবী : ইয়াজিদ বিন মুয়াবিয়ার ৩ বছরের শাসনামলে তিনটি ন্যাককার জনক ঘটনার সাক্ষী হয় ইতিহাস। প্রথমটি কারবালায় নবী দৌহিত্র হোসাইন (রাঃ) এর শাহাদাত। দ্বিতীয়টি মদিনায় আক্রমণ যা 'হাররার যুদ্ধ' নামে ইতিহাসে সমধিক প্রসিদ্ধ। তৃতীয়টি পবিত্র কা'বায় অগ্নিসংযোগ। ইসলামী খেলাফতের ইতিহাসে সর্বাধিক বিচক্ষণ ও রাজ্য বিজেতা শাসকদের অন্যতম হলেন মুয়াবিয়া (রাঃ)। তাঁর শাসনামলে ইসলামী খেলাফতের সীমানা যেমন বহুদূর বিস্তৃত হয় তেমনি সকল অঞ্চলের বিদ্রোহীদের দমনেও তিনি সবচেয়ে বেশি সফলতার পরিচয় দেন। ৬০ হিজরী সনের ১৫ মতান্তরে ২২শে রজব তাঁর ইন্তেকালের পর মুসলিম জাহানের শাসক হন তদীয় পুত্র ইয়াজিদ। সে ৩ বছর ৬ মাস শাসনকার্য পরিচালনার পর বিরল রোগে আক্রান্ত হয়ে ৩৬/৩৮ বছর বয়সে ৬৪ হিজরির ১৪ই রবিউল আউয়াল তারিখে মৃত্যুবরণ করে। খেলাফতের আসনে আসীন হওয়ার পূর্বে একজন সাহিত্যামোদী, কবি,...
Developed by BDITHOST