
অনলাইন ডেস্ক : ঢাকার সাভারের আশুলিয়ায় প্রেমের সম্পর্ক গড়ে তুলে কৌশলে পালাক্রমে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জূলাই) ভোরে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তাররা হলেন- আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর মোল্লাপাড়া এলাকার ইমরাস মোল্লার ছেলে অভি রহমান (১৭), একই ইউনিয়নের তৈয়বপুর হিন্দুপাড়া এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমির দাস (২২) ও তৈয়বপুর মধ্যপাড়া এলাকার মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম (১৮)। শুভ ভুক্তভোগীকে ধর্ষণের সময় অভি ও সমির সহায়তা করেছিল বলে দাবি ভুক্তভোগীর। পুলিশ জানায়, ৮ম শ্রেণী পড়ুয়া ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভি। সেই সম্পর্কের সূত্র ধরে ওই কিশোরীকে শুক্রবার রাতে ইয়ারপুরের শাহিন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানে ডেকে নিয়ে যায়। এসময়...
Developed by BDITHOST