জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৬ টি সংসদীয় আসন পরিবর্তণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন দুটিকে কেটে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে যুক্ত করা হয়। ফরিদপুরের ভাঙ্গায় এ সংবাদ ছড়িয়ে পড়লে- ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেন অত্র এলাকার বাসীন্দারা। আসন বিন্যাসের প্রতিবাদে- মঙ্গলবার টানা ১১ ঘন্টা মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল, ঢাকা-মাওয়া-ভাঙ্গা ও ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। এ সময় চরম দুর্ভোগে পড়েন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ।
স্থানীয়রা জানান- ইতোমধ্যে, আসন বিন্যাসের প্রতিবাদে শুক্রবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দফায় দফায় সড়ক অবরোধ করেছে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা। পরে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও সড়কের যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৮ টা থেকে বেলা পৌনে ১ টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা। পরবর্তীতে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান, লোকাল ও হাইওয়ে থানার দুই ওসি ঘটনাস্থলে থাকা অবরোধ কারীদের দাবী তিন দিনের মধ্যে পূরণ করা হবে বলে আস্বস্ত করেন। এরপর, সড়ক অবরোধ থেকে সরে দাঁড়ায় অবরোধকারীরা। কিন্তু, উপজেলা প্রশাসনের আশ্বাসের তিন পরে, বিক্ষোভ কারীদের দাবী পূরণ না হওয়ায় মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনব্যাপী মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় বিভিন্ন দলের নেতা-কর্মীরা আন্দোলন কারীদের সমর্থন জানান। তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত- তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেওয়া হয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানায়- আসন বিন্যাসের প্রতিবাদে সকাল থেকে সড়ক অবরোধ করেছে বিক্ষোভ কারীরা। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে।
উল্লেখ্য, ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ভাঙ্গা উপজেলা গঠিত। এর মধ্যে আলগী ও হামিরদী ইউনিয়ন ভাঙ্গা পৌরসভার সীমানা ঘেঁষে। অতিতে, ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-৫ আসন ছিল। এরপর, ২০০৮ সাল থেকে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা মিলে ফরিদপুর-৪ আসনে একীভূত হয়।