
স্টাফ রিপোর্টার : বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন অতি সন্নিকটে। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা আর ক্ষমতায় থাকতে পারবেন না। যারা এই ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অন্যায়-অবিচার করেছেন, তারা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন। এই পাহারা বিএনপির নেতাকর্মীদের দিতে হবে।’ সরকার পতনের একদফা দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। শুক্রবার রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় এই সভার আয়োজন করে জেলা সমবায় দল। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘আজকে সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে। শেখ হাসিনা আর একমাস ক্ষমতায় থাকতে পারবেন বলে আমি মনে করি না। প্রফেসর ইউনূসের মতো একজন সম্মানীয় লোককে অসম্মান করা হচ্ছে, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা...
Developed by BDITHOST