
অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত বৃহস্পতিবারের ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে আরও কঠোর হচ্ছে সরকার। নাশকতার আশঙ্কা দেখা দিলেই সন্দেহভাজনদের আটক করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সেদিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা হওয়ার কথা রয়েছে। ওই মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৈঠকে গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা জানান, বিভিন্ন অঞ্চলের কিছু আওয়ামী লীগ কর্মী ইতিমধ্যে ঢাকায় অবস্থান নিচ্ছেন। সম্ভাব্য অস্থিরতা এড়াতে তাদের নজরদারিতে রাখা হয়েছে। রাস্তার পাশে খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়। কারণ,...
Developed by BDITHOST