
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দলটির সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনই ১৪ দলের একমাত্র প্রার্থী। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্য কোন শরিক দল আলাদা প্রার্থী দিচ্ছে না। শরিক দলগুলো আওয়ামী লীগের প্রার্থীকেই সমর্থন দিয়ে তাঁর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার রাতে নগরীর রাণীবাজারে বর্তমান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ে ১৪ দল রাজশাহীর সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় আওয়ামী লীগের মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচন পরিচালনা কমিটি ও উপ-কমিটি গঠনের বিষয়ে শরিক দলের সঙ্গে আলোচনা করা হয়। ১৪ দল রাজশাহীর সমন্বয়ক খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, কেন্দ্রীয়...
Developed by BDITHOST