
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারার ইন্ধনে দলের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়। সোমবার রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৯ জুলাই পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাটের ইজারাদার সাবেক সেনাসদস্য নাজমুল হক সুমনের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াদুদ দারার নির্দেশনায় সুমনের ওপর হামলার ঘটনা ভিন্নখাতে নিয়ে দলেরই ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। নাজমুল হক সুমনের বাবা নজরুল ইসলাম এহিয়া ওই মামলা দায়ের করেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিবুর রহমান মিঠুসহ ২০...
Developed by BDITHOST