
অনলাইন ডেস্কঃ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জামানায় জাতীয় দলের গুরুত্ব কমে যাচ্ছে বলে অনেকের মত। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ওপেনার জেসন রয় সেটা যেন আবারও প্রমাণ করতে যাচ্ছেন। আসন্ন গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক মেজর ক্রিকেট লিগে খেলতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে চুক্তি বাতিল করবেন বলে জানা গেছে! তাকে দুই বছরের জন্য প্রায় তিন লাখ পাউন্ডে চুক্তির প্রস্তাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। খবরটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। ২০১৯ সালে ইয়োইন মরগানের নেতৃত্বে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জেসন রয়। তবে গত গ্রীষ্মে তিনি দলে জায়গা হারান। জায়গা পাননি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও। এসব কারণেই হয়তো জেসন রয় কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। এই খবর যদি সত্যি হয়, তাহলে...
Developed by BDITHOST