
স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম্বার ক্লোন করে প্রতারণার দায়ে রাকিবুল ইসলাম (২২) নামের এক যুবকের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাকিবুল লালমনিরহাটের কেরানীগঞ্জের মহিশামুড়ি এলাকার আলতাফ মাস্টারের ছেলে। এই মালমা থেকে দুই আসামিকে খালাস দেন আদালত। রোববার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহী সাইবার ট্রাইবুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় দান। এ সময় আসামি রাকিবুলকে মোট তিন বছরে কারাদণ্ড ছাড়াও ২ লাখ টাকা জরিমানা করেন। মামলা সূত্রে জানা গেছে, রাজশাহীর দুর্গাপুরের শামসুল ইসলামকে একই উপজেলার ইউএনও নাম্বার ক্লোন করে ফোন দেন রাকিবুল ইসলাম। এ সময় শামসুল ইসলাম এর থেকে ৩০ হাজার টাকা নগদ বিকাশের মাধ্যমে চান রাকিবুল। এরপরে তারা ২৮ হাজার টাকা পাঠায়। পরে তাদের বিষয়টি সন্দেহ হলে প্রতারক রাকিবুলকে জিজ্ঞেস করলে তিনি কথা না...
Developed by BDITHOST