নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৮:৫৭। ১৪ জুলাই, ২০২৫।

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছেন ট্রাম্প, পুতিনকে নিয়ে অসন্তোষ

জুলাই ১৪, ২০২৫ ৫:০৪
Link Copied!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র পাঠাবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

এমনকি পুতিন যা বলেন, তা তিনি নিজে মানেন না বলেও মন্তব্য করেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র পাঠাবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। তবে তিনি জানিয়েছেন, এর ব্যয়ভার ইউরোপীয় ইউনিয়ন বহন করবে।

স্থানীয় সময় রোববার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ-এ সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা এর জন্য কিছুই দিচ্ছি না। ইউরোপীয় ইউনিয়ন এর খরচ দিচ্ছে। আমাদের জন্য এটি ব্যবসা হবে”। তবে তিনি স্পষ্ট করে বলেননি ঠিক কতগুলো প্যাট্রিয়ট সিস্টেম পাঠানো হবে।

আরও পড়ুনঃ  গণতন্ত্র ব্যর্থ, আধুনিক সভ্যতা ভেঙে পড়েছে— ১০০তম জন্মদিনে বললেন মাহাথির

এসময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্প বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, “পুতিন খুব সুন্দর করে কথা বলেন, কিন্তু রাত নামলেই বোমা ফেলেন- এটা ভালো লাগে না।”

তিনি আরও বলেন, “অনেকেই পুতিনকে ভিন্নভাবে চিনত। আমিও ভেবেছিলাম উনি কথা রাখেন, কিন্তু এখন মনে হচ্ছে উনি যা বলেন তা মানেন না।”

আরও পড়ুনঃ  রাজশাহী ক্যাডেট কলেজের সবাই জিপিএ-৫

ট্রাম্প জানান, তিনি সোমবার ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন। রুটে দুই দিনের সফরে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন। এই সফরে রুটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং কংগ্রেস সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

ট্রাম্প বলেন, রাশিয়ার ওপর সোমবার কোনও নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে কিনা, তা তখনই জানা যাবে। ট্রাম্প উল্লেখ করেন, ইউরোপ ইতোমধ্যেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তিনি আবারও বলেন, “আমি পুতিনের প্রতি খুব হতাশ। ওনার কথা আর কাজে মিল নেই।”

প্রসঙ্গত, গত ১ এপ্রিল মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ও রিচার্ড ব্লুমেনথাল “স্যাংকশনিং রাশিয়া অ্যাক্ট অব ২০২৫” নামের একটি বিল উত্থাপন করেন। এতে প্রস্তাব করা হয়, রাশিয়ান পণ্য (যেমন তেল, গ্যাস, ইউরেনিয়াম) কিনে যে দেশগুলো আমদানি করছে, তাদের পণ্যের ওপর ৫০০ শতাংশ ট্যারিফ বসানো হবে।

আরও পড়ুনঃ  ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্রকে উদ্ধার করতে চায় বিএনপি: গয়েশ্বর চন্দ্র

ট্রাম্প গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, তিনি সোমবার রাশিয়া নিয়ে “গুরুত্বপূর্ণ ঘোষণা” দেবেন, যদিও সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।