
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) পবা উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, “পবার হরিয়ান ইউপি নির্বাচনে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া ভোটারগণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। আমরা সেই পরিবেশ তৈরি করে দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী খুবই সচেষ্ট রয়েছেন। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি। জেলা প্রশাসক আরো বলেন- নির্বাচন সুষ্ঠু, অবাদ, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশেই অনুষ্ঠিত হবে। যারা সহিংসতা ও নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর...
Developed by BDITHOST