
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ইএসডিও-রেসকিউ প্রকল্পের উদ্যোগে রেস্তোরাঁ মালিক স্থানীয় কর্তৃপক্ষ ও বেসরকারী ষ্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বোর্ড হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খান। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। বিশেষ অতিথি ছিলেন ওয়াটার এইড বাংলাদেশ জোনাল কো-অর্ডিনেটর রেজাউল হুদা মিলন। সভায় রেসকিউ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মএলাকা, কার্যক্রম এবং কর্মসূচী বাস্তবায়নে রেস্তোরা মালিকগণ কিভাবে সহযোগিতা করতে পারে সে সম্পর্কে আলোচনা হয়। সভায় রেসকিউ প্রকল্পের প্রশিক্ষনার্থীদের কর্মসংস্থানের সুযোগ এবং রেঁস্তোরায় গ্লাস ক্যারিয়ার ব্যবস্থার প্রবর্তন বিষয়ে আলোচনা হয়। সভায় প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রাজশাহী মহানগরীর ঘনবসতিপূর্ণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে...
Developed by BDITHOST