
অনলাইন ডেস্ক : ইউরোপ থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে উঠেছে ইংল্যান্ড। তবে এটি থমাস টুখেলের দলের ফর্ম বোঝাতে যথেষ্ট নয়। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সাত ম্যাচের সবকটিতেই জিতেছে ইংলিশরা। এমনকি কোনো গোল হজম না করেই ২০ বার প্রতিপক্ষের জালে আঘাত করেছে। এমন উড়ন্ত ফর্মে থাকা হ্যারি কেইনের দল আজ (রোববার) রাতে আলবেনিয়ার বিপক্ষে নামবে। গ্রুপপর্বের শেষ ম্যাচটিতে কোনো গোল হজম না করলে এবং আলবেনিয়াকে হারাতে পারলেই ইতিহাস গড়বে ইংল্যান্ড। এখন পর্যন্ত ইউরোপের কোনো দেশের বিশ্বকাপ বাছাইপর্বে (অন্তত ৬ ম্যাচ খেলেছে এমন) শতভাগ জয় এবং গোল হজম না করার রেকর্ড নেই। এর আগে কেবল চারটি ইউরোপীয় দেশ বাছাইপর্বে শতভাগ জয় নিয়ে বিশ্বকাপ খেলতে গেছে। তবে গোল হজম করেছে তাদের প্রত্যেকেই। ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে রয়েছে ইংল্যান্ড (২১ পয়েন্ট)। সমান...
Developed by BDITHOST