নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১১:২৪। ২৭ আগস্ট, ২০২৫।

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেল ৪ ক্লাব

আগস্ট ২৭, ২০২৫ ৭:২৭
Link Copied!

অনলাইন ডেস্ক : ২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো ৩৬ দল নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু হয়েছিল। নতুন ফর‌ম্যাটের আসরটিতে নিজেদের ইতিহাসে প্রথমবার শিরোপা জেতে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্ব এখনও শেষ হয়নি। ইতোমধ্যে আসন্ন আসরে প্রথমবারের মতো জায়গা পেয়েছে সাইপ্রাস, নরওয়ে, কাজাখস্তান ও বেলজিয়ামের চারটি ক্লাব।

গতকাল (মঙ্গলবার) রাতে প্লে অফ জিতে সাইপ্রাসের পাফোস এফসি এবং নরওয়ের বোডো/গ্লিমট চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্ব নিশ্চিত করেছে। পাফোস মুখোমুখি হয়েছিল রেড স্টার বেলগ্রেডের। গতকালকের ম্যাচে ১-১ ড্র করলেও, দুই লেগ মিলিয়ে তারা ৩-২ ব্যবধানে জিতেছে। অন্যদিকে, বোডো/গ্লিমট দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে জিতেছে অস্ট্রিয়ার স্টার্ম গ্রাজের বিপক্ষে।

আরও পড়ুনঃ  এবার যুবা দলকেও পাওয়ার হিটিং শেখাচ্ছেন উড

যদিও সাইপ্রাসের ক্লাব পাফোস প্রতিষ্ঠার খুব বেশি সময় হয়নি। ১১ বছর আগে উত্থান হওয়া ক্লাবটি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসে চেলসি ও আর্সেনালের সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজকে দলে নেওয়ার মাধ্যমে। ম্যাকাবি তেল আবিব ও দিনামো কিয়েভকে হারানোর পরই তারা প্লে-অফে রেড স্টার বেলগ্রেডের মুখোমুখি হয়। সেখানে দুই লেগ মিলিয়ে জয় নিশ্চিত করেই সাইপ্রাসের তৃতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে।

আরও পড়ুনঃ  মায়ের দুধ সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নেয়ামত : রাজশাহী সিভিল সার্জন

মাস খানেক আগে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলেছিল চারবারের নরওয়েজিয়ান লিগ জয়ী বোডো/গ্লিমট। এবার তারা ২০০৭-০৮ মৌসুমের পর প্রথম নরওয়েজীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে উঠেছে। এর আগের মৌসুমে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছিল বোডো/গ্লিমট। সেখানে তাদের হারিয়ে ফাইনালে উঠার পর শিরোপা উৎসবও করে টটেনহাম।

এর আগে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার টিকিট কাটে কাজাখস্তান চ্যাম্পিয়ন কাইরাত আলমাটি এবং বেলজিয়ামের চ্যাম্পিয়ন ইউনিয়ন সেইন্ট-জিলোয়া। সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সেল্টিককে হারিয়ে বড় চমকই দিয়েছিল কাজাখ ক্লাবটি। ওই দেশ থেকে আস্তানার পর ইউরোপের সর্বোচ্চ মঞ্চে খেলতে যাচ্ছে কাইরাত। এ ছাড়া সেইন্ট-জিলোয়া ২০২৪–২৫ মৌসুমে বেলজিয়ান প্রো লিগে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি ইউসিএলে জায়গা পায়।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে শাখা-সিঁদুর পড়া ৩ মুসলিম নারী আটক!

আগামী বৃহস্পতিবার মোনাকোতে আসন্ন ইউসিএলের মূলপর্বের ড্র অনুষ্ঠিত হবে। এরপর প্রথম রাউন্ডের ম্যাচগুলো হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।