নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। দুপুর ২:৫৬। ১ আগস্ট, ২০২৫।

ইনোভেশন শোকেসিং এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন, ২০২৫

জুলাই ৩১, ২০২৫ ৬:০১
Link Copied!

স্টাফ রিপোর্টার : ৩১ জুলাই সকাল ১০:০০ টায় রাকাব প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ইনোভেশন শোকেসিং এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন, ২০২৫ অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার মোঃ আহসান কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ও ইনোভেশন টিমের সদস্য সচিব ফরিদা ইয়াসমিন; ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ইনোভেশন অফিসার কাজী আব্দুর রহমান।

আরও পড়ুনঃ  ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’ – স্লোগান দিয়ে শাহবাগ অবরোধ

এছাড়াও অনুষ্ঠানে প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম; রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মোঃ রহমতুল্লাহ সরকার; প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকবৃন্দ; প্রশিক্ষণ ইনষ্টিটিউটের অধ্যক্ষ; ইনোভেশন টিমের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  প্রতিটি আন্দোলন সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীরাও লড়াই করেছেন: তারেক রহমান

অনুষ্ঠানে বক্তারা উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে জনগনের সেবাদানের প্রক্রিয়াকে সহজীকরণের প্রতি গুরুত্বারোপ করেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটালাইজেশনের মাধ্যমে সময় ও খরচ বাঁচিয়ে গ্রাহক যেন ঘরে বসেই সেবা লাভ করতে পারেন সেই বিষয়ে পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে রাকাব এর শোকেসিংকৃত ৬টি উদ্ভাবনী উদ্যোগ প্রশংসিত হয় এবং এর মধ্য থেকে একটি শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচিত করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে চোরাই বাইসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

উল্লেখ্য, ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নে বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে রাকাব ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।