
হাফিজুর রহমান হাফিজ,পাবনা : মোটরসাইকেলের লক ভাঙার অভিনব কৌশল ইন্টারনেট থেকে শিখেছেন চোরচক্রের সদস্যেরা। সেই কৌশল কাজে লাগিয়ে চোখের পলকে ১-২ মিনিটের মধ্যে একটি মোটরসাইকেলের লক খুলে চুরি করে নিয়ে যান তাঁরা। চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে এমনই তথ্য পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ৬ ও ৭ মার্চ পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পাবনা জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া সাতটি গাড়ি জব্দ করা হয়। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা ডিবি পুলিশ কার্যালয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুনসী। এরপর গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—পাবনার সুজানগর উপজেলার মানিকদিয়ার গ্রামের মনিরুল শেখ (২০), আতাইকুলা থানার শ্রীকোল চরপাড়া গ্রামের শাহীন আলম সুজন...
Developed by BDITHOST