
অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত জাভা দ্বীপের মধ্যাঞ্চলে অবস্থিত দুই শহর কিলাকাপ এবং বাঞ্জারনেগারায় ভূমিধসে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৩০ জনে। এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এই দুই গ্রামে এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ২১ জন। ব্যাপক বর্ষণের জেরে গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার কিলাকাপ এবং বাঞ্জারনেগারা শহরে বড় ভূমিধস ঘটে। এই দুর্যোগের পরে অল্প সময়ের মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী বাহিনী। বর্তমানে উদ্ধাকারী বাহিনীর কমপক্ষে ৭০০ সদস্য তৎপরতা চালাচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পুলিশ ও সেনা সদস্যরাও। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বাঞ্জারনেগারা শহরের ভূমিধস কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মোট ১০ জনের মরদেহ। বাকি ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে কিলাকাপ শহর থেকে। তবে উদ্ধার মরদেহের সংখ্যা কম হলেও নিখোঁজদের সংখ্যা...
Developed by BDITHOST